নড়াইলে স্ত্রী মর্জিনা ওরফে বিথীকে হত্যার দায়ে স্বামী ফুরকান উদ্দিন ওরফে শাকিল খানকে (৩৫) মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকাল ১০টায় দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি পিরোজপুর সদর উপজেলার তেজদাশকাঠি গ্রামের মৃত তোফোয়েল উদ্দিন খানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, নড়াইলের লক্ষিপাশা মিথুন হোটেলের কর্মচারী ফুরকান উদ্দিন ওরফে শাকিল খান এবং স্ত্রী মর্জিনা ওরফে বিথী ২০১৫ সালের ১১অক্টোবর একটি ভাড়া বাড়িতে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে সকালে বাড়ির মালিক খলিল শেখ মর্জিনার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। এ ঘটনায় নিহতের বাবা মজিবর রহমান লোহাগড়া থানায় ১৩ অক্টোবর ২০১৫ সালে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য সন্দেহতিতভাবে প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন।