জেএমবি সদস্য মেজর জাহিদের স্ত্রী জেবুন্নেসার জামিন বাতিল করেছে আপিল বিভাগ। একই সঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
আজ রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে হাইকোর্ট জেবুন্নেসা শীলার জামিন বহাল রেখেছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালে আশকোনায় পুলিশের অভিযানের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় জেবুন্নেসা শীলাকে গ্রেপ্তার করা হয়।