বাংলা চলচ্চিত্রের অভিনেতা কালা আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত দশটায় নিজ বাসভবনে মৃত্যু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর আগে আজিজের বয়স হয়েছিলে ৬৫ বছর।
জায়েদ জানান, কালা আজিজ ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। তার ছেলে সুফল শেখ শিল্পী সমিতির সদস্য। শিল্পীর বাসায় যাচ্ছেন তারা। আগামীকাল আজিজের মরদেহ বিএফডিসিতে নেওয়া হবে।
মৃত্যুর আগে ‘পদ্মার প্রেম’সিনেমায় সর্বশেষ অভিনয় করেন কালা আজিজ। এ ছাড়া প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।