সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

নারীশক্তির কাছে মমতার কৃতজ্ঞতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৯৩ বার

বিনা ভোটাভুটিতে তৃতীয়বারের জন্য ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই নির্বাচন উপলক্ষে সভায় বক্তৃতা করতে গিয়ে বাংলার মানুষ, নারীশক্তি এবং তরুণ প্রজন্মকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পাশাপাশি বিরোধীদের একহাত নিয়েছেন মমতা। তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যের কোনো এলাকায় কোনো অশান্তি তিনি বরদাশত করবেন না। মমতার কথায়, ‘বাংলার মানুষ প্রমাণ করেছেন, তাদের মেরুদণ্ড আছে। বাংলার মেরুদণ্ড আছে। তারা বলেছেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’

মমতা বলেন, ‘এ এক অবিশ্বাস্য ঘটনা। ইতিহাস। মিরাকল। আমি বাংলার নারীশক্তির কাছে মাথা নত করছি। পাশাপাশি, তরুণ প্রজন্মের ভোটও আমরা পেয়েছি। অনেকের কোভিড হওয়া সত্ত্বেও তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। কৃতজ্ঞতায় আমার মাথা নত হয়ে আসছে।’ মমতা আরও বলেন, ‘নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহেেযাগিতায় কোথাও কোথাও রিগিং হয়েছে। আমরা সব জানি। সব বুঝতে পেরেছি। আমরা আবার বলছি, নির্বাচন কমিশনের সংস্কার হওয়ার প্রয়োজন আছে। কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসার একটা চিরকুট লিখে লোককে বদলি করে দিচ্ছেন।’

বিজেপির শীর্ষনেতৃত্বকে একহাত নিয়ে মমতা বলেছেন, ‘কত কোটি টাকা খরচ করেছে, তার কোনো হিসাব নেই। হোসপাইপে করে জল ঢালার মতো টাকা খরচ করেছে। ওই টাকাটা খরচ করে যদি সকলকে টিকা দেওয়া যেত, তা হলে এতদিনে সকলের টিকা পাওয়া হয়ে যেত। সার্বিক টিকাকরণ হতো।’

বিরোধী বিজেপি অধ্যক্ষ নির্বাচন বয়কট করেছে। তারা জানিয়েছে, বিধানসভার অধিবেশনও বয়কট করবে তারা। নিজের ভাষণে সেই প্রসঙ্গও টেনে এনেছেন মমতা। তিনি বলেন, ‘যে বিরোধীরা জিতে এসেছেন, তারা বেশিরভাগই জিতে এসেছেন (নির্বাচন) কমিশনের দয়ায়। তারা স্পিকার নির্বাচন বয়কট করেছেন। ওদের তো জনগণ বয়কট করেছে। ইলেকশন কমিশন না থাকলে ওরা ৩০টা আসনও পেত না।’

পাশাপাশিই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তিনি কোনো এলাকায় কোনো রকম অশান্তি বরদাশত করবেন না। তার কথায়, ‘বিধায়কদের অনুরোধ, তারা এলাকায় শান্তি বজায় রাখুন। আমাদের আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে। কোভিড রোগীদের সাহায্য করতে হবে। আমি কিন্তু কোথাও কোনো রকমের অশান্তি বরদাশত করব না। কোথাও কোনো দাঙ্গা করার চেষ্টা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। ওরা প্রচারের সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করেছিল। এখন হেরে গিয়েও সেই চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ এসব মেনে নেননি। নেবেনও না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com