টাকা নেয়ার পরও ভারত যখন টিকা দিতে পারচ্ছে না তখন বাংলাদেশ বাধ্য হয়ে বিকল্প দেশ থেকে টিকা আমদানির উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে আগামী ১২ মে চীনের তৈরী ৫ লাখ টিকা আসছে দেশে। সোমবার ঢাকায় ভার্চ্যুয়াল সম্মেলনে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ খবর নিশ্চিত করেছেন । তিনি বলেছেন, সিনোফার্মের তৈরি পাঁচ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসছে।
রাষ্ট্রদূত বলেন, ‘চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে। বাণিজ্যিকভাবে টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ আগেই অনুমতি দিলে চীনের টিকা আগে পেত।’