বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

এবার তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করছে ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ২৯১ বার

ভারতের কেন্দ্রীয় সরকার তুরস্ক থেকে ১১ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমাতে সরকার ওই পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএমটিসি-র মাধ্যমে এসংক্রান্ত অর্ডার দেয়া হয়েছে।

ভারতের মন্ত্রিসভা গত সপ্তাহেই বিদেশ থেকে ১ লক্ষ ২০ হাজার টন পেঁয়াজ কেনার অনুমোদন দিয়েছে।
এমএমটিসি’র মাধ্যমে এই নিয়ে দ্বিতীয়বার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এরআগে, মিসর থেকে ৬ হাজার ৯০ টন পেঁয়াজ কেনার চুক্তি হয়। সেই পেঁয়াজ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসার কথা রয়েছে।

বর্তমানে শহরাঞ্চলে পেঁযাজের দাম ৭৫-১২০ রুপির মধ্যে ঘোরাফেরা করছে। দিল্লিতে প্রতি কেজি পেঁয়াজ ৭৬ রুপি, মু্ম্বাইয়ে ৮০ রুপি এবং কলকাতায় তা ৯০-১০০ রুপি দরে বিক্রি হচ্ছে।
সূত্র : পূবের কলম

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com