সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’র ট্রেলার। এতে সামান্থার চরিত্র নিয়েই মূলত বিতর্ক। ওয়েব সিরিজটিতে তাকে একজন তামিল বিদ্রোহীর চরিত্রে দেখা গেছে, যার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের যোগাযোগ আছে।
এখানেই শেষ নয়, সামান্থার পোশাকের সঙ্গে লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের ইউনিফর্মের মিল খুঁজে পেয়েছেন কেউ কেউ। এর পরই এটি নিয়ে আপত্তি তুলেছে তামিলনাড়– সরকার।
সিরিজটির মুক্তি বন্ধ করতে ইতোমধ্যে কেন্দ্রীয় সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে চিঠিও পাঠানো হয়। এ ছাড়া সামাজিক মাধ্যমেও এটি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।