স্বদেশ ডেস্ক: নিউইয়র্কের এস্টেরিয়ার পরিচিত মুখ, প্রবীণ প্রবাসী মৌলভীবাজার জেলা শহরের ইলালপুরে মোহাম্মদ আব্দুল জলিল আর নেই। দীর্ঘদিন রোগ ভোগের পর গত ২ ডিসেম্বর সোমবার রাতে তিনি সিটির মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১৯৮১ সালে লন্ডন থেকে নিউইয়র্কে আসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও ২ বোন সহ অসংখ্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন। মরহুর আব্দুল জলিলের নামাজে জানাজা পরদিন মঙ্গলবার বাদ জোহর এস্টোরিয়ার আল আমীন মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম হাফেজ মওলানা লুৎফর রহমান চৌধুরী। জানাজায় কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। কমিউনিটি নেতৃবৃন্দ নেতৃবৃন্দ তাকে প্রবাসীদের একজন অভিভাবক উল্লেখ করে তার স্মৃতিচারণ করেন।
জানাজায় কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রফিক উদ্দিন চৌধুরী রানা, আবু সুফিয়ান, এমাদ চৌধুরী, আবু তাহের, জয়নাল আবেদীন, দেওয়ান শাহেদ চৌধুরী, আতাউর রহমান সেলিম, ফজলুর রহমান, ফকু চৌধুরী, মোহাম্মদ আলী, আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ উপস্থিত ছিলেন। শোক প্রকাশ: এদিকে প্রবীণ প্রবাসী মোহাম্মদ আবদুল জলিলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, টাইম টিভির পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু। এছাড়াও শোক জানিয়েছেন সাপ্তাহিক জন্মভুমি সম্পাদক রতন তালুকদার, সেবামূলক সংগঠন দ্য অপ্টিমিস্ট-এর চেয়ারম্যান রফিক উদ্দিন চৌধুরী রানা, বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, ফকু চৌধুরী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ফজলুর রহমান, ডিজিটাল ট্রাভেলস, এস্টোরিয়া-এর কর্ণধার নজরুল ইসলাম, রিয়েল স্টেট ব্যবসায়ী মঈনুল ইসলাম এবং মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ।