সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

কাশ্মিরে সংঘর্ষে ১ ভারতীয় সৈন্যসহ নিহত ৬

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১৯৪ বার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলার রাজপোড়া গ্রামে বিচ্ছিন্নতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর যৌথ এক অভিযানের সময় সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। শুক্রবার কাশ্মিরের ভারতীয় পুলিশের সূত্রে এই খবর জানানো হয়।

পুলিশের সূত্রে জানানো হয়, নিহতদের মধ্যে একজন সৈন্য ও পাঁচজন বিচ্ছিন্নতাকামী যোদ্ধা রয়েছে।

নিহত যোদ্ধারা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানায় পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজপোড়া গ্রামে যৌথ অভিযান শুরু করা হয়। অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য ও পাঁচ যোদ্ধা নিহত হয়।

দুই সপ্তাহ থেকে কাশ্মিরে চলমান সহিংসতায় এই নিয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com