সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিকাগোর অফিস-আদালতে বাংলা

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ২৯০ বার

বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের স্মৃতি বিজড়িত শিকাগো সিটিসহ আশপাশের বিরাট একটি অঞ্চলের অফিস-আদালতে বাংলা ভাষার সংযোজন ঘটানো হয়েছে। ইলিনয় অঙ্গরাজ্যের কুক কাউন্টির ট্রেজারার মারিয়া পাপ্পাজ ৪ ডিসেম্বর বুধবার এ তথ্য জানান শিকাগোস্থ বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মুনির চৌধুরীকে। একইসাথে কুক কাউন্টির ওয়েবসাইট ওপেন করে বাংলা সংযোজনের তথ্য প্রদর্শন করেন মারিয়া। উল্লেখ্য, দু’বছর যাবত ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো সিটিসহ আশপাশের বাংলাদেশী অধ্যুষিত এলাকার দাপ্তরিক ভাষায় বাংলা সংযোজনের দাবি জানাচ্ছিলেন মুনির চৌধুরী। সে দাবির বাস্তবায়ন ঘটার সংবাদে উল্লসিত অনরারি কন্সাল জেনারেল এ সংবাদদাতাকে জানান, একইভাবে আমরা ১৯৯৮ সালে শিকাগোর ডাউন টাউনের ডেভন এভিনিউর একটি অংশের নাম ‘শেখ মুজিব ওয়ে’ করতে সক্ষম হই। সে আলোকে প্রতিবছর শেখ মুজিব ওয়েতে বাংলাদেশ ডে প্যারেড হচ্ছে। আসছে মুজিববর্ষে ২০-২১ মার্চ আমরা উৎসব করবো। সেখানে ইলিনয় অঙ্গরাজ্যের শীর্ষ কর্মকর্তা. রাজনীতিকসহ বিভিন্ন দেশের ক’টনীতিকরা আসবেন। সে প্রস্তুতি চলছে। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধান অতিথি করবো।

উল্লেখ্য, এই শিকাগোতে বিশ্বের একসময়ের সর্বোচ্চ টাওয়ার (১৪৫৩ ফুট) নির্মিত হয় বাংলাদেশী স্থপতি এফ আর খানের ডিজাইনে। সেটির নাম ছিল সিয়ার্স টাওয়ার। বর্তমানে তা উইলিজ টাওয়ার নামে পরিচিত। এটির নির্মাণ শুরু হয় ১৯৭০ সালে এবং সম্পন্ন হয় ১৯৭৩ সালে। সেই স্মৃতিবাহী সিটিতে এখন অফিসিয়াল কাজকর্মে বাংলা অন্তর্ভুক্তির ঘটনা সকল প্রবাসীকে উৎফুল্ল করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com