তালেবানকে ‘সন্ত্রাসী সংস্থা’ আখ্যা দিয়ে তাদের সমস্ত পোস্ট ও সমর্থনকারীর মন্তব্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফেসবুক। আজ ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছে, যারা এই সংক্রান্ত সব পোস্ট পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে। তাদের এই নীতি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। জানা গেছে, যোগাযোগের জন্য তালেবান হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে।
ফেসবুক বিবিসিকে জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনো অ্যাকাউন্ট দেখতে পায়, তাহলে ব্যবস্থা নেবে।