নিজেদের মেসেজিং সেবার ১০ বছর পূর্ণ করল সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। বার্তা আদানপ্রদানের তাৎক্ষণিক মাধ্যম মেসেঞ্জার ২০১১ সালের ৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
১০ বছর পূর্তিতে কয়েকটি বিশেষ ফিচার এনেছে মেসেঞ্জার ২০০৪ সালে ফেসবুকের যাত্রা শুরু হলেও ফেসবুক বন্ধুদের মাঝে চ্যাট করার সুবিধা নিয়ে ২০০৮ সালে প্রথম চালু হয় ফেসবুক চ্যাটস। কিউ৪ ২০১৮-এর সম্মেলনে সংস্থাটি মেসেঞ্জারভিত্তিক যোগাযোগের জন্য স্বাতন্ত্র্য ফেসবুক মেসেঞ্জার প্রকাশ করে। সে সময় মেসেঞ্জার-টু-মেসেঞ্জার কল করার সুবিধা নিয়ে আসা হয়। যদিও ২০১৩ সালের জানুয়ারি মাসে ফেসবুক মেসেঞ্জার কানাডাতে ভয়েস কলিং ব্যবস্থা চালু করে।
২০১৫ সালে মেসেঞ্জার তাদের সেবায় নতুন মাত্রা যোগ করে লোকেশান শেয়ার ফিচারের মাধ্যমে। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা চাইলেই মেসেজে নিজেদের অবস্থানের তথ্য জানাতে পারে অন্য ব্যবহারকারীদের। এমনকি সেই ব্যবহারকারীরা নির্দিষ্ট লোকেশান বাটনে ট্যাপ করলেই ম্যাপ দেখাবে সেখান থেকে যে কোনো লোকেশান সেট করে পাঠাতে পারেন এমনকি সেখানে উপস্থিত না থাকলেও।
কয়েক বছর ধরে ফেসবুক বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য তাদের অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে, এ ছাড়া ওয়েবসাইট ইন্টারফেস (ম্যাসেঞ্জার ডটকম) চালু করেছে এবং ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে বার্তা আদান-প্রদানের কার্যকারিতা পৃথক করেছে, যেটার মাধ্যমে ব্যবহারকারীদের ওয়েব ইন্টারফেস ব্যবহার করতে বা আলাদাভাবে অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারে। ২০২০ সালের এপ্রিলে ডেস্কটপ অ্যাপ বাজারে আনে ফেসবুক। উইন্ডোজ ১০ সংস্করণের মাইক্রোসফট স্টোর এবং ম্যাক অপারেটিং সিস্টেমের অ্যাপ স্টোরে এ অ্যাপটি পাওয়া যায়।
২০১৬ সালে একটি অ্যাপ থেকে ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট চালানোর জন্য ফেসবুক মেসেঞ্জারে ফিচার যোগ করে ফেসবুক। দশ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি মেসেঞ্জারে নতুন কিছু ফিচার চালু করার ঘোষণা দেয়। এর মধ্যে আছে ‘মোস্ট লাইকলি টু’ গেমসকে মেসেঞ্জারে পোল আকারে খেলার সুযোগ, ফেসবুক পে-এর মাধ্যমে বন্ধুদের জন্য জন্মদিনের উপহার হিসাবে টাকা পাঠানো, বার্থডে এক্সটেনশন টুলস, ফোনে থাকা কনট্যাক্টস-এর তথ্য দ্রুত শেয়ার করার সুবিধা এবং ওয়ার্ড ইফেকটস দিয়ে চ্যাট বক্স কাস্টমাইজ করাসহ আরও বেশ কয়েকটি ফিচার। বর্তমানে ফেসবুক পে-এর মাধ্যমে বন্ধুদের টাকা পাঠানোর সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি তবে সেটি শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। মোবাইল ফোনে সংরক্ষিত কোনো নম্বর সিলেক্ট করে দ্রুতই সেটি মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুক বন্ধুর সঙ্গে শেয়ার করা যাবে কনট্যাক্টস শেয়ার ফিচারে। অবশ্য এর জন্য মেসেঞ্জারকে ‘কনট্যাক্টস’-এ প্রবেশের অনুমতি দিতে হবে।