পূর্ণিয়া সামিয়া
ধূপকাঠি কেন হবো? হবো না
স্নিগ্ধতায় কেন রবো? রবো না
ভেবেছো পোড়াবে, জ্বালাবে
আর সুবাস পাবে, পাবে না
ভেবেছ, জ্বলে জ্বলে ঠাঁই দাঁড়িয়ে রবো?
আঙুলের টোকায় গুড়িয়ে দিবে!
না হবে না
ধূপকাঠি তো নই
ধুম্রশলাকা আমি জেনে রাখো
জ্বালাবে তো ক্ষয়ে যাবে
পোড়াবে তো নিঃশেষ হবে তুমিই
অহংকারী আগুন হবো তোমার ঠোঁটের কাছে
তীব্র নেশায় কাছে ডাকবে, পাবে না
ছাই হয়ে যেন না হারাই
সে আকুতি থাকবে তোমার নিঃশ্বাসে
ছাই হতে দেখবে আমায়
ধ্বংস হবে তুমি
দগ্ধ হবে তুমি
ধূপকাঠির মুগ্ধতা নয় নিকোটিনের বিষ
ছড়িয়ে দেব তোমার নির্জন ঘরে
জ্বালিয়ে পুড়িয়ে আমায় ছাই করতে করতে
একদিন নিঃশব্দে প্রবেশ করবে
আমারই মুখগহ্বরে
তারপর ধীরে ধীরে
গ্রাস করব তোমায় আজকাল।