ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ।
শনিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাত বিভাগের আরো সাতটি বিশ্ববিদ্যালয়ে একযোগে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আটটি বিশ্ববিদ্যালয়ের মোট ৭৯টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিজ নিজ নিকটস্থ কেন্দ্র ও অনেকেই ঢাকায় তাদের অভিভাবকসহ উপস্থিত হয়েছেন।
এই ইউনিটে সর্বমোট ৪৭ হাজার ৬৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার ৮৫০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এবারের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে প্রতি আসনের বিপরীতে ২০ জন পরীক্ষার্থী লড়বে।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।