মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ২৯১ বার

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার আলাউদ্দিন শিকদার (৬৫) ও তার ছেলে কাইয়ুম শিকদার (৪৫)।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, দুপুরে বাবা ও ছেলে সাভারের উলাইল থেকে মোটরসাইকেল যোগে রাজফুবাড়িয়ার রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ব্রিজের ওপর তাদের মোটরসাইকেলটি পৌঁছলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com