অতিকায় শরীর নিয়েও ক্যারিয়ারের শুরু থেকেই হার্ডহিটার ব্যাটিং করে থাকেন। বোলারদের কাছে আতঙ্ক হয়ে ওঠেন প্রায়শই। বিপিএলে বুধবার নিজের সেই রূপ আরেকবার দেখালেন আফগান ক্রিকেটার মোহাম্মাদ শাহজাদ।
দীর্ঘদিন নিজেকে হারিয়ে খোঁজা শাহজাদ যেন তার ক্ষোভের সবটুকু বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলার পথে মাত্র ২১ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরি।
প্রথম থেকেই কুমিল্লার ব্যাটসম্যানদের ওপর ছড়াও হয়েছেন তিনি। ৬টি বাউন্ডারি আর ৪টি ছক্কার মারে তিনি পৌঁছে যান অর্ধশতকে। তার আগেই রংপুর রেঞ্জার্সকে মাত্র ৪.৩ ওভারেই তিনি ৫০ রানের গন্ডি পার করিয়ে দেন।
শেষ পর্যন্ত ২৭ বলে ৬১ রান করে সানজামুল ইসলামের বলে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার ব্যাটে ভর করেই দল পেয়েছে বড় পুঁজি। ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে মোহাম্মাদ নবীর দল রংপুর রেঞ্জার্স তুলেছে ১৮১ রান। জিতলে হলে তাই কঠিন পথ পাড়ি দিতে হবে কুমিল্লার ব্যাটসম্যানদের।