রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (১৯৫৬-১৯৯১) কবি, গীতিকার। ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মোংলা থানার সাহেবের মেঠ গ্রামে। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ শহিদুল্লাহ। ছাত্রজীবনে তার দুটি কবিতা- উপদ্রুত উপকূল (১৯৭৯) ও ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১) প্রকাশিত হয়। এ কবিতা দুটিই তাকে খ্যাতি এনে দেয়। তার কবিতায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাক্সক্ষা প্রতিফলিত হয়েছে। সত্তরের দশকেই তিনি শক্তিমান কবি হিসেবে পরিচিতি পান।
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থের মধ্যে মানুষের মানচিত্র (১৯৮৪), ছোবল (১৯৮৬), গল্প (১৯৮৭), দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮), মৌলিক মুখোশ (১৯৯০), এক গ্লাস অন্ধকার (১৯৯২) উল্লেখযোগ্য। তিনি প্রধানত কবি হলেও কাব্যচর্চার পাশাপাশি সংগীত, নাটক, ছোটগল্প এবং প্রবন্ধ রচনাতেও সমান উৎসাহী ছিলেন। ১৯৮০ সালে তিনি ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ অর্জন করেন। ১৯৯১ সালের ২১ জুন ঢাকায় মৃত্যু হয় এই জনপ্রিয় কবির।