সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক রাজু আহমেদ (২৮) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা ও হেলপার হামজালা রনির (২২) বাড়ি উপজেলার কুন্দারহাট গ্রামে।
হাটিকুমপুর হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকচালক রাজুর মৃত্যু হয়। এসময় আহত হন ট্রাকের হেলপারসহ ১১ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া পথে হেলপার রনির মৃত্যু হয়।