শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

কেমন হলো আইপিএলের দল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ২৮৬ বার

বিক্ষোভের মাঝেই কলকাতায় হয়ে গেছে আইপিএল ২০২০-এর নিলাম। ইতোমধ্যে এবারের আট ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নিয়েছে। নিলামের পর কোন তারকা কোন দলে গেল, কেমন হলো এবারের আইপিএলের দলগুলো। তা একনজরে তুলে ধরা হলো আমাদের সময়ের পাঠকদের জন্য।

কলকাতা নাইট রাইডার্স

ব্যাটসম্যান : ইয়ন মরগান (ইংল্যান্ড), শুভমন গিল (ভারত)

স্পিনার : বরুণ চক্রবর্তী (ভারত), কুলদীপ যাদব (ভারত)

পেসার : প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), হ্যারি গার্নি (ইংল্যান্ড), প্রসিদ্ধ কৃষ্ণ (ভারত), কমলেশ নাগরকোটি (ভারত), শিভাম মাভি (ভারত)

অলরাউন্ডার : আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), নীতিশ রানা (ভারত), ক্রিস গ্রিন (দক্ষিণ আফ্রিকা)

উইকেটরক্ষক ব্যাটসম্যান : দীনেশ কার্তিক (ভারত), টম ব্যান্টন (ইংল্যান্ড)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ব্যাটসম্যান : বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), অ্যারন ফিঞ্চ

স্পিনার : যুজবেন্দ্র চাহাল (ভারত), ওয়াশিংটন সুন্দর (ভারত), পবন নেগি (ভারত)

পেসার : ইসুরু উদানা (শ্রীলংকা), উমেশ যাদব (ভারত), মোহাম্মদ সিরাজ (ভারত), নবদীপ সাইনি (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), কেইন রিচার্ডসন (অস্ট্রেলিয়া)

অলরাউন্ডার : মইন আলি (ইংল্যান্ড), ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা), শিভাম দুবে (ভারত)

উইকেটরক্ষক ব্যাটসম্যান : পার্থিব প্যাটেল (ভারত), জশ ফিলিপে (অস্ট্রেলিয়া)

সানরাইজার্স হায়দরাবাদ

ব্যাটসম্যান : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), মনীশ পান্ডে (ভারত), প্রিয়ম গর্গ (ভারত), বিরাট সিং (ভারত)

স্পিনার : রশিদ খান (আফগানিস্তান), শাহবাজ নাদিম (ভারত)

পেসার : ভুবনেশ্বর কুমার (ভারত), খলিল আহমেদ (ভারত), সিদ্ধার্থ কল (ভারত), বিলি স্ট্যানলেক (অস্ট্রেলিয়া)

অলরাউন্ডার : ফাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), বিজয় শংকর (ভারত), মোহাম্মদ নবি (আফগানিস্তান)

উইকেটরক্ষক ব্যাটসম্যান : জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), ঋদ্ধিমান সাহা (ভারত), শ্রীবৎস গোস্বামী (ভারত)

দিল্লি ক্যাপিটালস

ব্যাটসম্যান : শিখর ধাওয়ান (ভারত), শ্রেয়াস আইয়ার (ভারত), অজিঙ্কা রাহানে (ভারত), পৃথ্বী শ (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ)

স্পিনার : রবিচন্দ্রন অশ্বিন (ভারত), অমিত মিশ্র (ভারত), সন্দীপ লামিচ্ছানে (নেপাল)

পেসার : কিমো পল (ওয়েস্ট ইন্ডিজ), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), ইশান্ত শর্মা (ভারত), মোহিত শর্মা (ভারত)

অলরাউন্ডার : ক্রিস ওকস (ইংল্যান্ড), অক্ষর প্যাটেল (ভারত), মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)

উইকেটরক্ষক ব্যাটসম্যান : ঋষভ পান্থ (ভারত), অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া)

চেন্নাই সুপার কিংস

ব্যাটসম্যান : ফ্যাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা), মুরলি বিজয় (ভারত), সুরেশ রায়না (ভারত), অম্বাতি রাইডু (ভারত)

স্পিনার : হরভজন সিং (ভারত), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), পীযুষ চাওলা (ভারত), করণ শর্মা (ভারত)

পেসার : লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), দীপক চাহার (ভারত), শার্দুল ঠাকুর (ভারত), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)

অলরাউন্ডার : শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), কেদার যাদব (ভারত), স্যাম কুরান (ইংল্যান্ড), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)

উইকেটরক্ষক ব্যাটসম্যান : মহেন্দ্র সিং ধোনি (ভারত)

মুম্বাই ইন্ডিয়ানস

ব্যাটসম্যান : রোহিত শর্মা (ভারত), সূর্যকুমার যাদব (ভারত), ক্রিস লিন (অস্ট্রেলিয়া), সৌরভ তিওয়ারি (ভারত)

স্পিনার : রাহুল চাহার (ভারত)

পেসার : যশপ্রিত বুমরা (ভারত), মিচেল ম্যাকক্লেনাহান (নিউজিল্যান্ড), লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ধবল কুলকার্নি (ভারত), নাথান কোল্টার-নাইল (অস্ট্রেলিয়া)

অলরাউন্ডার : হার্দিক পান্ডিয়া (ভারত), ক্রুনাল পান্ডিয়া (ভারত), কিয়েরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)

উইকেটরক্ষক ব্যাটসম্যান : কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), ঈশান কিষান (ভারত), আদিত্য টারে (ভারত)

রাজস্থান রয়্যালস

ব্যাটসম্যান : স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), রবিন উথাপ্পা (ভারত), যশস্বী জয়সওয়াল (ভারত), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)

স্পিনার : মায়াঙ্ক মারখান্ডে (ভারত)

পেসার : জফরা আর্চার (ইংল্যান্ড), বরুণ অ্যারন (ভারত), অঙ্কিত রাজপুত (ভারত), জয়দেব উনাদকাট (ভারত), ওশানে টমাস (ওয়েস্ট ইন্ডিজ), অ্যান্ড্রু টাই (অস্ট্রেলিয়া), টম কুরান (ইংল্যান্ড)

অলরাউন্ডার : রিয়ান পরাগ (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড)

উইকেটরক্ষক ব্যাটসম্যান : জস বাটলার (ইংল্যান্ড), সঞ্জু স্যামসন (ভারত), আনুজ রাওয়াত (ভারত)

কিংস ইলেভেন পাঞ্জাব

ব্যাটসম্যান : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), মায়াঙ্ক আগারওয়াল (ভারত), করুন নায়ার (ভারত)

স্পিনার : মুজিব উর রহমান (আফগানিস্তান), মুরুগান অশ্বিন (ভারত)

পেসার : মোহাম্মদ শামি (ভারত), শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ), হার্ডাস ভিলোয়েন (দক্ষিণ আফ্রিকা)

অলরাউন্ডার : গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), জিমি নিশাম (নিউজিল্যান্ড), দীপক হুদা (ভারত), ক্রিস জর্ডান (ইংল্যান্ড)

উইকেটরক্ষক ব্যাটসম্যান : লোকেশ রাহুল (ভারত), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com