দোহায় ফিফা ক্লাব বিশ্বকাপ ২০১৯ এর ফাইনালে ফ্লেমেঙ্গোকে হারিয়ে লিভারপুল (রবার্তো ফিরমিনোর গোলে) চ্যাম্পিয়ন হয়েছে (১-০)। লিভারপুল ইউরোপের চ্যাম্পিয়ন। আর ফ্লেমেঙ্গো কোপা লিবারটাডোরেসের শিরোপাধারী (দক্ষিণ আমেরিকা অঞ্চলের)। ক্লাব বিশ্বকাপে আঞ্চলিক চ্যাম্পিয়নরাই অংশ নেয়।
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে গোলশূন্য থাকে লিভারপুল ও ফ্লেমেঙ্গো। অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ায়। ফিরমিনো সাদিও মানের পাস থেকে বল পেয়ে গোল করেন (অতিরিক্ত সময়ের ৯ম, ৯৯ মিনিট)। ফ্লেমেঙ্গো গোলের সুযোগ পেয়েছিল। তবে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার চীনের প্রাচীর হয়ে ছিলেন। মজার ব্যাপার হচ্ছে, অ্যালিসন বেকারও ব্রাজিলিয়ান। আর গোল করেছেন লিভারপুলের ব্রাজিলের ফুটবলার ফিরমিনো। ফ্লেমেঙ্গো ব্রাজিলের প্রসিদ্ধ ক্লাব। এই ফ্লেমেঙ্গো কোপা লিভারটাডোরেসের ফাইনালে আর্জেন্টিনার রিভার প্লেটকে হারিয়েছিল (২-১)।
ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুল এখন চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয় করল। ক্লপে অনেক কিছুই পেল লিভারপুল। এই প্রথম তারা ক্লাব বিশ্বকাপ জয় করার কৃতিত্ব দেখাল।