সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে ‘কাঁচা বাদাম’ গানখ্যাত ভুবন বাদ্যকর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৯৪ বার

ভারতের পশ্চিমবঙ্গের ‘কাঁচা বাদাম’ গানখ্যাত ভুবন বাদ্যকর এবার যোগ দিলেন রাজনীতির প্রচারাভিযানে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে রাতারাতি তারকা বনে যাওয়া এই বাদাম বিক্রেতা এবার কলকাতা পৌরসভা নির্বাচনে রাজ্যটির শাসক দল তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

সপ্তাহ দুয়েকের মধ্যে দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ভুবনটাই যেন বদলে গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তার ‘কাঁচা বাদাম…’ গানই তার কপাল খোলার কারণ। কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডের জোড়া ফুল প্রার্থী অমল চক্রবর্তী থেকে তৃণমূল বিধায়ক মদন মিত্র পর্যন্ত ভোটের প্রচারে এখন ‘ভুবন-মুখী’।

গত শনিবার সকালে কলকাতায় অমল চক্রবর্তীর হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারনা চালিয়েছেন ভুবন বাদ্যকর। সন্ধ্যায় আবার ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবনকে দেখা গেছে মদন মিত্রের সঙ্গে।

গান গাওয়া তো ছিলই। রাতারাতি সাড়া ফেলা ভুবনের হালের জনপ্রিয়তাকে তৃণমূলের নেতারা যেমন কাজে লাগাতে চেয়েছেন, তেমন প্রান্তিক ফেরিওয়ালা ভুবনও পরিচিতি ও উপার্জনের একটা বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছেন।

তৃণমূল জানিয়েছে, মদন মিত্র ২০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি ফল প্রকাশের দিন ১৪৪ কেজি কাঁচা বাদামের অর্ডার দিয়েছেন ভুবনকে।

এতে ভীষণ খুশি ভুবন বলছেন, ‘যা চেয়েছিলাম সেটা পাচ্ছি। মানুষের ভালবাসা আশীর্বাদও পাচ্ছি। এই উত্তরণে খুশি পরিবারও।’ দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে দুই ছেলে, স্ত্রী, এক পুত্রবধূ নিয়ে ভরা সংসারে মুখ্য উপার্জনকারী ভুবনই।

ভুবনের স্ত্রী আদরি বাদ্যকর বলছেন, আয় বাড়ায় এখন আমরা ভালো আছি। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাওয়া বাড়ি তৈরি সম্পূর্ণ হয়নি বলেও জানালেন।

মেয়েদের চুল, নকল সোনার চুরি-মালা, পায়ের তোড়া বালা এবং মোবাইল-ভাঙার বিনিময়ে কাঁচা বাদাম বিক্রি করতেন ভুবন। খদ্দেরের নজর টানতে কথার পিঠে কথা সাজিয়ে ফেলে বলতেন তিনি।

বাদাম বিক্রেতার সেই সুর পছন্দ হয়ে গিয়েছিল কোনো পথচারী যুবকের। সেই গানের ভিডিও ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপর থেকে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন তিনি। নানা মাধ্যম ছড়িয়েছে গানটি।

এদিকে, ছোট থেকে গায়ক হওয়ার স্বপ্ন লালন করে এসেছেন ভুবন, সেই স্বপ্নও পূরণ হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার গানটি রেকর্ড করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com