শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৬৭ বার

মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে ব্যবহারকারীদের জন্য। প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান পোক্ত করতে নিজেদের আরও বেশি আপডেট করতেই ব্যস্ত প্রতিষ্ঠানটি। এবার তারই ধারাবাহিকতায় ভাষা পরিবর্তনের সুযোগ করে দিল হোয়াটসঅ্যাপ। প্রথমে ফেসবুক এ সুবিধা চালু করলেও এবার হোয়াটসঅ্যাপেও সেই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। দুটি উপায়ে ভাষা পরিবর্তন করতে পারবেন। প্রথমটি হলো পুরো স্মার্টফোনের ভাষা পরিবর্তন করে এবং দ্বিতীয়টি কেবলমাত্র হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

>পুরো স্মার্টফোনের ভাষা পরিবর্তন করতে হলে প্রথমে অ্যান্ড্রোয়েট ফোনের Settings ওপেন করুন? System > Language & input ? Languages। Add a language-এ ট্যাপ করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।

আইফোনের ক্ষেত্রে প্রথমে আইফোনের Settings-এ যান >General ? Language & Region ? iPhone Language। পছন্দসই ভাষাটি চয়ন করুন এবং Change to (language)-এ ট্যাপ করুন।

শুধুমাত্র হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করে

>WhatsApp Settings ওপেন করুন। > Chats-এ ট্যাপ করুন? App Language >পছন্দসই ভাষা সিলেক্ট করুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com