সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। কথা ছিল একসঙ্গে ঘর বাঁধার। তাই নিজের দেশ ছেড়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশি তরুণীর (১৮)। কিন্তু শেষরক্ষা হয়নি। কাঁটাতার পার হওয়ার সময় ধরা পড়তে হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে। পরে ওই তরুণীকে কারাগারে পাঠানো হয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জের এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বগুড়া জেলার ওই তরুণীর। পরিচয় থেকে প্রেম হয়। প্রেমকে পরিণয়ে রূপ দিতে দেশ ছেড়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই তরুণী।
গত ১৫ জানুয়ারি বিকেলে কোচবিহার জেলার দিনহাটার দীঘলটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের একটি দল তাকে আটক করে।
গতকাল রোববার ওই তরুণীকে দিনহাটা মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে দিনহাটা মহকুমা আদালতে নেওয়া হয়। দিনহাটা মহকুমা আদালত ওই তরুণীকে ১৪ দিনের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন।