প্রেমের কোনো বয়স নেই-এই প্রবাদটি আবারও প্রমাণ করেছেন লক্ষ্মী আমল ও কোচানিয়ান মেনন নামে দুজন ষাটোর্ধ্ব ব্যক্তি।পরিচয় পর্ব থেকে একে অপরকে মন দিয়ে ফেলেন তারা, পরে বসেন বিয়ের পিঁড়িতে।
সিনেমার গল্পের মতো শুনতে লাগা এই ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার ত্রিসূর জেলার এক বৃদ্ধাশ্রমে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর পেরিয়ে দুজনে ভালোবেসেছেন একে অপরকে, তাও আবার সরকারি বৃদ্ধাশ্রমে। সেই প্রেম শেষ পর্যন্ত সাতপাকে ঘুরিয়েছে তাদের। বিয়ের পর এই দম্পতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, লাল সিল্ক শাড়ি পড়েছে কনে লক্ষ্মী, মাথায় জুঁইয়ের মালা। আর কোচানিয়ান সেজেছিলেন কেরেলার সনাতনী বিয়ের সাজ সাদা ধুতিতে, সঙ্গে সাদা শার্ট।
তবে বছর শেষের এই ঘটনায় দারুণ খুশি নেটিজেনরা। নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভরিয়েছেন তারা।
অনেকেই লিখেছেন, ‘আপনারই ভালো থাকার অনুপ্রেরণা।’ কেউ কেউ আবার মন্তব্য করেছেন, প্রেম বয়স মানে না।
এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এই প্রথম কেরেলার কোন বৃদ্ধাশ্রমে আবাসিকদের বিয়ে হলো।