মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

রোহিঙ্গা শিবিরে ২ র‌্যাব সদস্য গুলিবিদ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ২৭৭ বার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে মাদকবিরোধী অভিযানে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নয়াপাড়া শিবিরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ র‌্যাব সদস্যরা হলেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।

র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ এএসপি শাহ আলম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বিকালে চিহ্নিত মাদক কারবারিদের আস্তানায় অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হন। তাদের টেকনাফে মেরিন সিটি নামে একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়েছে।’

মেরিন সিটি ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ বলেন, ‘বিকাল ৫টার দিকে র‌্যাবের গাড়িতে করে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে আনা হয়। তাদের কোমরের পেছনে গুলির আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কক্সবাজারে পাঠানো হয়েছে।’

এদিকে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শিবিরের মুছনী টাওয়ার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আনোয়ার সলিমকে (৩২) আটকের চেষ্টা করা হলে সন্ত্রাসীরা পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com