ফেসবুক মেসেঞ্জার থেকে গোপনে বিভিন্ন চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না বলে জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, মেসেঞ্জারের অ্যান্ড টু অ্যান্ড চ্যাটিংয়ে নতুন আপডেট আসছে। কেউ যদি ডিজঅ্যাপিয়ারিং মেসেজের স্ক্রিনশট নেয়, তাহলে আপনি একটি নোটিফিকেশন পাবেন।
জাকারবার্গ আরও বলেন, মেসেঞ্জারের নতুন ফিচারটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্রমান্বয়ে বিশ্বব্যাপী মেসেঞ্জার ব্যবহারকারীরা এ ফিচারটি উপভোগ করতে পারবেন। সেইসঙ্গে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও নতুন এ আপডেটগুলো প্রযোজ্য হবে।
এই পোস্টে জাকারবার্গ তার ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের একটি কনভারসেশনের স্ক্রিনশটও যুক্ত করেন।