একুশ মানেই
রঞ্জিত রঙ কৃষ্ণচুড়ার গান
একুশ মানেই
প্রভাতফেরীতে নগ্ন পায়ে আহবান
একুশ মানেই
শহীদ মিনারে রাত বারোটায় জনতার ঢল
একুশ মানেই
রক্তকরবী,গঙ্গাভাগীরথি
একুশ মানেই
সাহস ফাগুন, কৃষ্ণচুড়ার পাহাড় পর্বত
বাংলার মাটি ভূমি সমতট -উর্বর, শহীদ জব্বার,
রফিক, শফিক, সালাম,বরকত উর্ধমুখী চল।
একুশ মানেই
আনন্দবিষাদে
শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
একুশ মানেই
হাজার ফুলের আত্মত্যাগে
মানবি
একুশ মানেই
সুরে সুরে দলীয় গানে শ্রদ্ধার নাও ভাসান
একুশ মানেই
আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
একুশ মানেই
বাংলা ভাষার বিশ্বব্যপি শুদ্ধ অবস্থান
একুশ মানেই
বরফের কাছে পরাজয় বরণ না করা।
একুশ মানেই
আন্তর্জাতিক মাতৃভাষ বাংলা হৃদয়হরা।
০৫ ফেব্রুয়ারী ২০২০
টরন্টো -কানাডা-পৃথিবী
©®মৌ মধুবন্তী