বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচী ঘোষণা করেছে সংগঠনটি। বৃহস্পতিবার ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বনির্ধারিত কর্মসূচিতে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার শিকার হয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর প্রতিবাদে আগামী ৫ জানুয়ারী রোববার দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ইউনিট সমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
উল্লেখ্য, বুধবার (১ জানুয়ারী) ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। কর্মসূচি পালনের সময় বেশ কয়েকটি স্থানে পুলিশের বাধায় র্যালী ও আলোচনা সভা পণ্ড হয়ে যায়।