বড়পর্দায় জুটি হয়ে দর্শকের সামনে আসার কথা ছিল তাহসান ও বাঁধনের। নভেম্বরের শেষ সপ্তাহে ‘আ ব্লেসড ম্যান’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই আভাস দিয়েছিলেন তারা। সে বছরই শুটিং শুরুর কথা থাকলেও এখনো তা শুরু হয়নি। ছবির অন্যতম প্রযোজক আবু শাহেদ ইমন জানান, এখনো শুটিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। চিত্রনাট্যের বদল হচ্ছে। কাস্টিংও বদলে যেতে পারে! মানে তাহসান ও বাঁধনের জুটি হচ্ছে না!
ইমন বলেন, ‘তাহসান ও বাঁধন ওই সময় দেশের বাইরে যাওয়া-আসা করেন, শিডিউল মেলানো সম্ভব হচ্ছে না। আর করোনার কারণে শুটিংও শুরু করা সম্ভব হয়নি। পা-ুলিপি নিয়ে আরও ভাবছি। আরও ডেভেলপমেন্ট করা হচ্ছে। পা-ুলিপিতে যেহেতু বদল হচ্ছে, স্বভাবতই কাস্টিংয়েও একটা বদল আসবে।
তবে কে থাকছেন বা কে যুক্ত হচ্ছেন, আমরা তা সময়মতো জানাব। এই মুহূর্তে বলার মতো কোনো অবস্থা নেই। শুটিং শুরু করতেও আমাদের সময় লেগে যাবে।’ প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপল বক্সের ব্যানারে নির্মিত হচ্ছে ‘আ ব্লেসড ম্যান’। এটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সাদিক আহমেদ।