মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটে কী ধরনের প্রশ্ন থাকবে, চূড়ান্ত খসড়া প্রস্তাব প্রকাশ রংপুর বিভাগ ৫৩ জুলাইযোদ্ধার গেজেট বাতিল বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ ৩ জন গ্রেপ্তার নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ নাসা গ্রুপের নজরুলের ১৮০ কোটি টাকা মূল্যের সম্পদ জব্দের আদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ও তার স্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হাসিনা-কামালের বিচারে আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড পূরণ হয়নি

৯৮ ফুট লম্বা সাপের ‘কঙ্কাল’ ধরা পড়ল গুগল ম্যাপে!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২১২ বার

কোনো জলাশয়ের ওপর বিশালাকায় সাপের একটি ‘কঙ্কাল’কে ঘিরে সাড়া পড়ে গিয়েছিল নেটমাধ্যমে। গুগল ম্যাপের মাধ্যমে ফ্রান্সে সাপের কঙ্কালটি দেখতে পাওয়া যায়। গুগলম্যাপসফান নামে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ছবিটি ভাইরাল হয়। তারপর থেকেই সেই সাপ ঘিরে কৌতূহল তুঙ্গে পৌঁছায়।

ওই টিকটক অ্যাকাউন্টে সাপটিকে ‘টাইটানোবোয়া’ বলেও দাবি করা হয়। সাপের এ প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। তাহলে কি সত্যিই কঙ্কালটি টাইটানোবোয়ার? সাপের কঙ্কাল ঘিরে যখন উত্তেজনা চরমে, তখনই প্রকাশ্যে এলো আসল সত্যটা।

তদন্ত করে জানা যায়, ভিডিওতে যেটিকে টাইটানোবোয়ার কঙ্কাল বলে মনে করা হচ্ছিল, আদতে সেটি সত্যি নয়। সাপের কঙ্কাল বটে, তবে এটি ধাতব একটি ভাস্কর্য। যার নাম ‘লা সার্পেন্ট ডিঅপশন’। ৪২৫ ফুট দৈর্ঘ্যরে সাপের এ কঙ্কালটি রয়েছে ফ্রান্সের পশ্চিম উপকূলে। ২০১২ সালে এ ভাস্কর্যটি উন্মোচন করা হয় এসচুয়ারি এয়ার আর্ট একজিভিশন-এ।

অ্যাটলাস অবসকিউরার প্রতিবেদন অনুযায়ী, ভাস্কর্যটি তৈরি করেছেন হুয়াং ইয়ং পিং। গুগল ম্যাপে যেটিকে সাপের কঙ্কাল বলে নেটমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছিল, অবশেষে সেই কৌতূহলের নিরসন হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com