বরিশাল মহানগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. শওকত আলী টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল। প্রধান বক্তা ছিলেন মহানগর সদস্য সচিব মীর জাহিদুল কবির।
বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া, হাবিবুর রহমান টিপু, শাহ্ আমিনুল ইসলাম আমিন ও সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম।
আগামী দিনে দলীয় কর্মকাণ্ড বেগবান করতে ত্যাগী ও পরীক্ষিতদের দিয়ে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হবে বলে সভায় বক্তব্যে বলেন নেতারা।