সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

দিনশেষে আমার কাছে ক্রিকেটটাই সব : মাশরাফি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ২৭৯ বার
In this photograph taken on December 5, 2018, Bangladeshi cricketer Mashrafe Mortaza looks on during an interview with AFP in Dhaka. - He may be Bangladesh's biggest cricket star, but Mashrafe Mortaza insists he is not another Imran Khan, Pakistan's cricketing superhero turned prime minister. Contesting for a seat in the national parliament for the ruling Awami League party in elections on December 30, Mashrafe says he just wants to do more for sports and charity. (Photo by MUNIR UZ ZAMAN / AFP) / TO GO WITH AFP STORY Bangladesh-BAN-cricket-politics-election-Mashrafe ,INTERVIEW

বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলে সুযোগের আশা করেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গেল বছরের মে’তে ইংল্যান্ড এন্ড ওয়েলসে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্র ১ উইকেট নেন ম্যাশ। ওই পারফরমেন্সের পর ওয়ানডে দলে পুনরায় সুযোগের আশা করেন না মাশরাফি।

শুক্রবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্সের ম্যাচ শেষে অনিশ্চিয়তায় দুলতে থাকা পাকিস্তান সফর ও নিজের ভবিষ্যত নিয়ে কথা বলেন মাশরাফি। পাকিস্তান সফর নিয়ে তিনি বলেন, ‘পরিবারের সাথে কথা বলে সিদ্বান্ত নিয়ে আমি পাকিস্তান সফরে যেতাম।’

নিজের ভবিষ্যত ক্যারিয়ার নিয়ে মাশরাফি বলেন, ‘এখন নির্বাচকদের ব্যাপার। সত্যি কথা বললে, ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচে ১ উইকেট পাওয়ার পর তো আমি দলে জায়গা প্রত্যাশা করতে পারি না। নির্বাচকরা যদি মনে করে, আমাকে সুযোগ দিবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। এই মূর্হুতে আমি ৮ ম্যাচে ১ উইকেট পেয়ে কীভাবে বলি আমি জাতীয় দলে সুযোগ পাব। অন্য কেউ হলে অবশ্যই আরও আগে বাদ হতো।’

বিশ্বকাপের পর শ্রীলংকা সফরের দলে ছিলেন মাশরাফি। কিন্তু ইনজুরির কারনে খেলতে পারেননি তিনি। বিপিএল দিয়ে দীর্ঘদিন পর আবারো মাঠে ফিরেছেন মাশরাফি। শ্রীলংকা সফরে থাকলে তাকে কেন-ই-বা বাদ দেয়া হবে! এর পেছনে যুক্তিও তুলে ধরেছেন মাশরাফি, ‘শ্রীলংকা সিরিজে ছিলাম হয়ত আমার ফেরার সুযোগ ছিল, সাকিবও ছিল না। সব মিলিয়ে হয়ত আমার একটা সুযোগ এসেছিল। এরপর তো আর কোন ওয়ানডে নেই। আমি জানি না নির্বাচকদের কি চিন্তা ভাবনা আছে। আমার সাথে আলাপ হয়নি। আমি এক পক্ষ থেকে কিভাবে বলব।’

তারপরও সুযোগ আসলে জাতীয় দলের হয়ে খেলবেন মাশরাফি। তিনি বলেন, ‘আমি সাধারণ খেলোয়াড় হিসেবে যেভাবে চিন্তা করার করেছি। যদি ওয়ানডে আসে, মনে করে আমার খেলা উচিত তাহলে অবশ্যই আমি থাকব। দিনশেষে আমার কাছে ক্রিকেটটাই সব। যত দিন খেলছি মন দিয়ে খেলব। এটা বিষয় না যে জাতীয় দল না অন্য কোথায় খেলছি। বাদ বাকি নির্বাচকদের ব্যাপার, বোর্ড দেখবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com