গত দুই দিনে ডলারের বিপরীতে তিনবার কমেছে টাকার মান। এবার কমলো ডলারের দাম। ডলারের দাম টানা ঊর্ধ্বগতির মধ্যে মার্কিন মুদ্রাটি ৫০ পয়সা কমে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার যেখানে (৭ জুন) ডলারের দাম ছিল ৯২ টাকা। আজ বুধবার তা ৫০ পয়সা কমিয়ে ৯১ টাকা ৫০ পয়সা করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচারক সিরাজুল ইসলাম বলেন, ডলারের রেট বুধবার একটু কমেছে। বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছে ৯১ টাকা ৫০ পয়সা রেটে ডলার বিক্রি করেছে।
এদিকে ডলারের দাম ব্যাংকগুলোর ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুক্তবাজার পদ্ধতিতে চাহিদা বেশি থাকায় ডলারের দাম কয়েক মাস ধরে বেড়েই চলছিল। ডলারের বিপরীতে গত দুই দিনে টাকার মান তিনবার কমে।
শুধু আন্তঃব্যাংক লেনদেনেই ২০২১ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে ৩ শতাংশের বেশি। গত বছরের এপ্রিলে ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। জুনে তা এক পয়সা বাড়লেও আগস্ট থেকে টাকার মান দ্রুত কমতে থাকে।আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর ৯০ টাকার নিচে থাকলেও মে মাসের মাঝামাঝি সময়ে খোলা বাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়ে রেকর্ড গড়েছে।