নানা জল্পনা-কল্পনার পর পাকিস্তানে একটি পুর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। পূর্ব ঘোষণা অনুযায়ী তিন টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে সায় দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একটি নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলা আয়োজনের প্রস্তাব জানায় বাংলাদেশ।
টি-টোয়েন্টি খেলতে রাজি হওয়ার পরও নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে টেস্ট না খেলতে চাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় দুদেশের ক্রিকেট অঙ্গনেই। নিরাপত্তার বিষয়টিকে খোঁড়া যুক্তি হিসেবে অভিহিত করে পাকিস্ত্রান দলের কোচ মিসবাহ উল হক।
অপরদিকে, দেশ থেকে বাড়তি নিরাপত্তাকর্মী ও গোয়েন্দা নিয়ে যাওয়ার কথা বলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
নানা আলোচনা সমালোচনার পর একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতেই পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই সিরিজে কেবল তিন টি-টোয়েন্টি ও দুটি টেস্টই নয় বাড়তি একটি ওয়ানডেও খেলবে লাল-সবুজরা।
পাকিস্তান সফরের সময়সূচী:
২৪ জানুয়ারি – প্রথম টি-টোয়েন্টি, লাহোর
২৫ জানুয়ারি – দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর
২৭ জানুয়ারি – তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর
৭-১১ ফেব্রুয়ারি – প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি
৩ এপ্রিল – একমাত্র ওয়ানডে, করাচি
৫-৯ এপ্রিল – দ্বিতীয় টেস্ট, করাচি