সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

ক্ষোভ প্রশমনে ধানের শীষে ভোট দিন : তাবিথ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ২৭০ বার

সরকার পূজার দিন নির্বাচন দি‌য়ে সংখ্যালঘু‌দের ধর্মীয় অনুভূতি‌তে আঘাত দি‌য়ে‌ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নে বিএন‌পির মেয়রপ্রার্থী তা‌বিথ আউয়াল।
তিনি হিন্দু সম্প্রদায়কে ৩০ জানুয়ারি ধা‌নের শী‌ষে ভোট দি‌য়ে এই ক্ষোভ‌ প্রশমিত করার আহবান জা‌নি‌য়ে‌ছেন।

আজ বৃহস্প‌তিবার বেলা পৌ‌নে ১২টায় প‌শ্চিম তেজতু‌রি বাজার এলাকায় গণসং‌যোগ কা‌লে তি‌নি এ আহবান জানান।
এর আ‌গে বেলা ১১টায় বসুন্ধরা সিটি মা‌র্কে‌টের সাম‌নে থে‌কে দলীয় নেতাকর্মী‌দের নি‌য়ে প্রচার শুরু ক‌রেন তা‌বিথ আউয়াল।

তিনি ব‌লেন, নির্বাচনী প‌রি‌বেশ সকা‌লে এক রকম আর বি‌কে‌লে আ‌রেক রুপ ধারন ক‌রছে। সকা‌লে প্রচারনা চালা‌তে পার‌লেও বি‌কে‌লে বিএন‌পি সমার্থিত কাউ‌ন্সিলর প্রার্থীসহ নেতাকর্মী‌দের ওপর হামলা করা হচ্ছে। গতকাল বি‌কে‌লে ১ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থীর প্রচারনায় হামলা চা‌লি‌য়ে ১২ জন‌কে আহত ক‌রা হয়েছে।

‌তি‌নি ব‌লেন, আওয়ামী লীগ ধা‌নের শী‌ষের গণ‌জোয়ার দে‌খে ভীত হ‌য়ে হামলা ও হুম‌কি দি‌চ্ছে। যেন ভোটা‌ররা ৩০ তা‌রিখ কে‌ন্দ্রে গি‌য়ে ভোট প্রয়োগ কর‌তে না পা‌রে।
ধা‌নের শী‌ষের প্রার্থী ব‌লেন, ঢাকা সি‌টির ৩০ লাখ ভোটার ইভিএম এখনো রপ্ত কর‌তে পা‌রে নি। তাছাড়া এটি এক‌টি ত্রু‌টিপূর্ণ পদ্ধ‌তি। ইভিএম দি‌য়ে ভোট চু‌রি করা যায়। ইভিএম পদ্ধ‌তি বা‌তিল ক‌রে ব্যাল‌টেই ভোট দেয়ার দা‌বি করেন তা‌বিথ আউয়াল।
তিনি আরো ব‌লেন, ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। জনগণ ভোট দি‌তে পার‌লে বিজয় সু‌নি‌শ্চিত।

গণসংযোগকালে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি চেয়ারপাস‌নের উপ‌দেষ্টা আতাউর রহমান ঢালী, বিএন‌পির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী ক‌মি‌টির সদস্য না‌জিম উদ্দিন আলম, নিপুন রায় চৌধুরী, ঢাকা মহানগর বিএন‌পি উত্ত‌রের সহ-সভাপ‌তি বজলুল বা‌সিদ আঞ্জু, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি শ‌ফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কা‌দের ভূইয়া জু‌য়েল, ‌সি‌নিয়র সহ-সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান, সহ-সভাপ‌তি গোলাম স‌রোয়ার, ক‌মিশনার প্রার্থী আনোয়ারুজ্জামান আনোয়ার, ম‌হিলা দলের সাধারণ সম্পা‌দক সুলতানা আহ‌মেদ, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেনসহ বিএন‌পি ও অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

প্রচারকালে তিন কর্মীকে পুরো শরীরে বিভিন্ন রং মেখে খালেদা জিয়ার মুক্তি-সংবলিত প্লাকার্ড ও ধানের শীষে ভোট দেয়ার লিফলেট বহন করতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com