বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ হাজি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১১৭ বার

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ জন হাজি। শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে ফেরেন।

গত ১৪ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি এ হজ ফ্লাইটে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইট পরিচালনা করেছে তিনটি উড়োজাহাজ সংস্থা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫টি ফ্লাইট। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ১৭ জন, নারী ৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com