রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

জনগণের অধিকার ফিরিয়ে আনব ইনশাআল্লাহ : ইশরাক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ২৪৪ বার

আপনারা আমাকে ধানের শীষে ভোট দিবেন আমি আপনাদের অধিকার ফিরিয়ে আনব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এসময় তিনি বলেন, আমি যদি মেয়র নির্বাচিত হই তবে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির যে আন্দোলনে আছি সেটাকে ত্বরান্বিত করব এবং জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব ইনশাআল্লাহ।

সোমবার সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে একাদশতম দিনের নির্বাচনী গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ইশরাক বলেন, আগামী ১ ফেব্রুয়ারি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার একটি সুযোগ। আপনারা সেই সুযোগকে কাজে লাগাবেন। কেউ যদি এ নির্বাচনে ভোট চুরি করতে আসে তবে তাদেরকে প্রতিহত করার জন্য আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি। আমরা কোন কিছুকে ভয় পাই না। আমরা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবো এবং ইনশাল্লাহ আমরা বিজয়ী হবো।

তিনি আরো বলেন, এই এলাকায় আনারস, রেডিও, ধানের শীষ এই মার্কাগুলোতে আপনারা ভোট দিবেন আমরা আপনাদের অধিকার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ।

এর আগে সোমবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে একাদশতম দিনের নির্বাচনী গণসংযোগ শুর করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত এই মেয়র প্রার্থী।

পরে গণসংযোগটি সেগুনবাগিচা, রাজমণি সিনেমা হল, শান্তিনগর, বেইলি রোড, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের সামনে দিয়ে মালিবাগ, সিআইডি অফিসের সামনে স্টারপ্লাসের পাশের গলি দিয়ে নয়া পল্টন মসজিদ গলি হয়ে কালভার্ট রোডে গিয়ে দুপুরের খাবারের বিরতি দেন।

বিরতির পর বিকেল ৩টায় আবার ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে দিয়ে এসে টিএনটি কলোনী, এজিবি কলোনী হয়ে আল হেলাল জোনে এসে আল হেলাল জামে মসজিদে মাগরিবের নামাজের বিরতি দেন।

সর্বশেষ আল হেলাল জামে মসজিদে নামাজ শেষে আরামবাগ হয়ে নয়া পল্টন মোড়ে এসে গণসংযোগটি শেষ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com