ইউক্রেনের বিমানকে লক্ষ্য দু’টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। গতকাল রাতে সরকারিভাবে এ কথা স্বীকার করে নিল ইরান। গত ৮ জানুয়ারি ইরানের বিমান বন্দরে অবতরণ করার মুখেই ধ্বংস হয়ে যায় ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান। মারা যান ১৭৬ জন যাত্রী।
এই ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে পড়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেয় ইরান সরকার। গতকাল সেই তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করে ইরানের অসামরিক পরিবহণ মন্ত্রক। ওই রিপোর্ট সরকারি ওয়েবসাইটেও পোস্ট করা হয়েছে। সেখানে তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, টোর-এম-১ নামে দু’টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ওই বিমানকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। তাতেই সেটি ধ্বংস হয়ে যায়।
ইরানি জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার জের ধরে ওই বিমানটি বিধ্বস্ত হয়। ইরান প্রথমে তা অস্বীকার করলেও পরে দায় স্বীকার করে নেয়।
সূত্র : এএফপি