যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে হত্যা করতে পারবে, তাকে ৩ মিলিয়ন বা ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের এক সাংসদ। আজ মঙ্গলবার কেরমান প্রদেশের কাহনুজ শহরের ভাষণে এ ঘোষণা দেন সাংসদ আহমদ হামজা।
ইরানের পার্লামেন্টভিত্তিক সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এমন খবর প্রকাশ করে।
আহমদ হামজা বলেন, ‘কেরমান প্রদেশের নাগরিকদের হয়ে আমি ঘোষণা দিচ্ছি, ট্রাম্পকে যে-ই হত্যা করুক, তাকে ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। কেরমান প্রদেশের সবাই কাসেম সোলেইমানির যোদ্ধা। আমরা শহীদ হতে ভয় পাই না।’
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হুমকি দিয়ে আহমদ হামজা বলেন, ‘শহীদ সোলেইমানি জীবিত সোলেইমানির চেয়েও ভয়ংকর। আপনারা এখন এই বাস্তবতার স্বাদ পাবেন।’
গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় মারা যাওয়া ইরানি জেনারেল সোলেইমানি এই কেরমান প্রদেশেরই নাগরিক ছিলেন। তার মৃত্যুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।