অবশেষে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। আজ বুধবার সকাল ১০টায় ভবনটি ভাঙার কার্যক্রম উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম। গতকাল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান ফোর স্টার গ্রুপ ১ কোটি ২ লাখ টাকায় ভবনটি ভাঙার কাজ শুরু করবে। সনাতন পদ্ধতিতে এটি ভাঙা হবে। ২০০৬ সালের দিকে হাতিরঝিলে বিজিএমইএ ভবনের নির্মাণকাজ শেষ হয়। কিন্তু জলাশয় ভরাট করে ভবনটি নির্মাণ করায় শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলেন পরিবেশবাদীরা। পরে বিষয়টি আদালতে গড়ায়।
২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে বিজিএমইএ ভবনকে ‘হাতিরঝিলের ক্যানসার’ বলে আখ্যায়িত করেন। রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেন আদালত। এর বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ, যা ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগে খারিজ হয়।
সর্বশেষ গত বছরের ১২ এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে বিজিএমইএকে সময় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। ফলে সময় পার হওয়ার পর নির্দেশনা বাস্তবায়নে ১৬ এপ্রিল সন্ধ্যায় ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।