শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১১৩ বার

আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার পরই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন। এ মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে নাজিম উদ্দীনের দায়েরকৃত মামলায় তাদের আসামি করে কোর্টে চালান দেওয়া হয়েছে। গ্রেপ্তাররা হলেন- কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রুবেল, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সম্পাদক পারভেজ মাহমুদ, সদস্য তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হুসেইন, সহ-সভাপতি আসিফ মাহমুদ, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারি, মো. রাকিব সদস্য (পল্টন থানা), আরিফুর রহমান আরিফ (সদস্য, ডেমরা থানা), ঢাকা কলেজ শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, সাবেক সহ-সভাপতি মো. রাকিব, কুমিল্লা মহানগর সভাপতি মো. ওয়ালিউল্লাহ, সোহরাওয়ার্দী কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাওসার, যুগ্ম সদস্য সচিব গণঅধিকার (ঢাকা মহানগর দক্ষিণ) বিল্লাল হোসেন।

এর আগে, হামলার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনায় আহত বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন বাদী হয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞান নামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।
এজাহারে নাজিম উদ্দীন ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাত নামা ১৪০-৫০ জনের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে তাদের ওপর হামলা ও চিকিৎসা গ্রহণ করতে গেলে সেখানেও তাদের ওপর হামলার অভিযোগ করেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ছাত্রলীগের ওপর হামলার একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার তাদের আটক করা হয়েছিল। আজ শনিবার সকালে ২৪ জনকে এ মামলায় আসামি করে কোর্টে চালান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com