‘শরিয়ত সরকার বয়াতির মুক্তি দাবি এবং পাঠ্য-পুস্তকে অমুসলিম কবি-সাহিত্যিক-লেখকদের লেখা ও কবিতা বাদ দিয়ে সাম্প্রদায়িক ভাবধারার লেখা অন্তর্ভুক্তি’র অভিযোগ করে এহেন পরিক্রমা থেকে শেখ হাসিনার সরকারকে বিরত থাকার আহবানে নিউইয়র্কে মানববন্ধন করলো উদীচী যুক্তরাষ্ট্র শাখা।
২৬ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচীর সিনিয়র সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, সেক্রেটারি জীবন চৌধুরী, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটার্নস’৭১ এর প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ, যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারি নূরে আলম জিকো, কমিউনিটি এ্যাক্টিভিস্ট জাকির হোসেন প্রমুখ। সকলেই বিস্ময় প্রকাশ করেছেন অসাম্প্রদায়িক চেতনার ধারক-বাহক হিসেবে বাঙালিদের চিরচেনা শেখ হাসিনার সাম্প্রতিক কিছু মন্তব্যে।
বক্তব্যে মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ রচনায়। পঁচাত্তরের ১৫ আগস্ট হায়েনার দল জাতিরজনককে হত্যার পর সেই চেতনা মুছে ফেলার চেষ্টা করেছিল। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুর কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রায়ে সরকার গঠনের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন। এমনি অবস্থায় শরিয়ত বয়াতির মত অসাম্প্রদায়িক চেতনার একজনকে গ্রেফতারের মধ্যদিয়ে আমরা পুনরায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সময় থাকতে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে গড়িমসি করি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের পথে হাঁটা বাংলাদেশ আবারো পিছিয়ে যেতে পারে।’