রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

৬ ডিগ্রিতে নেমেছে নওগাঁর তাপমাত্রা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ বার

উত্তর ও মধ্যাঞ্চলের বেশির ভাগ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এতে বেড়েছে শীতের তীব্রতা।

আবহাওয়া অফিস বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমেছে।

জানা গেছে, বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গত তিন দিন ধরে তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। যা পূর্ব দিকে মৌলভীবাজার পর্যন্ত বিস্তৃত। শৈতপ্রবাহের কারণে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

এসব জেলায় ৬ থেকে ১০ ডিগ্রির ঘরে উঠা-নামা করছে দিনের তাপমাত্রা। সকাল থেকে ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় জবুথবু জীবন। হাড়কাঁপানো শীতের কারণে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com