বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে দাবি করে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে এত কম ভোটার কেন ভোট দিলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিষয়টি খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘দেশে এত উন্নয়ন কাজ করার পরও দুই সিটি নির্বাচনে ভোট কেন কম পড়ল, কেন ভোটারদের উদ্বুদ্ধ করা গেল না তা খতিয়ে দেখতে হবে। শুধু মুজিব কোট লাগিয়ে জয় বাংলা শ্লোগান দিলে আগামীতে ভোট পাওয়া যাবে না। এখান থেকে শিক্ষা নিতে হবে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি একটি মাজা ভাঙা দল। তারা আন্দোলনে নামতে পারে না, ভয় পায়। নির্বাচনের দিন ঘর থেকে বের হয় না। নিজেদের দল নেই, তারা অন্য দলের নেতাদের ভাড়া করে নিয়েও সফল হতে পারেনি। তাই মনে রাখতে হবে সামনে কঠিন সময়। সবাইকে একসাথে লড়াই করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন বিপদে পড়েছে তখন অনেক নেতা ভোল পাল্টিয়েছে। দলের মধ্যে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। যারা সুবিধা নেয়ার জন্য দলে ঢুকেছে তারা আর কোনো পদ পাবে না। টাকাওয়ালা দেখে দলের নেতা বানানো যাবে না।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য ও নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।