সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : নিহত ৪

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ বার

তুরস্ক ও সিরিয়ায় বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর এবার ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে পাপুয়া প্রদেশের জয়াপুরা শহরের কাছে ৫.৫ মাত্রার এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

তবে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে এ মাত্রা ছিল ৫.১।

ভূমিকম্পে সাগরপাড়ের একটি রেস্তোরাঁ সাগরে ভেঙ্গে পড়ে এবং চার নারী এতে আটকা পড়ে নিহত হয়েছেন।

জয়াপুরা দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আসেপ খালিদ জানিয়েছেন, রেস্তোরাঁটি ভেঙ্গে সাগরে পড়ে যায় এবং চারজন নিহত হয়।

এছাড়া জয়াপুরা মলসহ আরো বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বাসিন্দাদের অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ১৬ হাজারের বেশি প্রাণহানির ঘটনার মধ্যেই ইন্দোনেশিয়ার এ ভূমিকম্পের খবর পাওয়া গেল।

সূত্র : ডেইলি মেইল, আল-আরাবিয়া

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com