মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

১ রানের থ্রিলারে অবিশ্বাস্য জয় দক্ষিণ আফ্রিকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৪৭ বার

ঘরের মাঠে টেস্ট সিরিজ হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে৷ ড্র হয়েছে পরবর্তী ওয়ান ডে সিরিজ৷ এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে উত্তেজক জয় তুলে নিলো প্রোটিয়ারা৷ বাফেলো পার্কে বুধবার ব্রিটিশদের শেষ ওভারের থ্রিলারে ১ রানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা৷

জয়ের জন্য শেষ ২ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৩ রান৷ ১৯ তম ওভারে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ রান তুললেও ইংল্যান্ড হারায় ইয়ন মর্গ্যানের উইকেট৷ শেষ ওভারে ৭ রান তুললেই ম্যাচ পকেটে পুরত ব্রিটিশরা৷ তবে লুঙ্গি এনগিদির ওভারে ৩টি উইকেট হারিয়ে ৫ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড৷ শেষ বলে ৩ রান দরকার থাকলেও দ্বিতীয় রান নিয়ে স্কোর লেভেল করার চেষ্টায় রান-আউট হয়ে বসেন আদিল রশিদ৷

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড৷ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তোলে প্রোটিয়ারা৷ জবাবে ইংল্যান্ড আটকে যায় ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৬ রানে৷

প্রোটিয়াদের হয়ে তেম্বা বাভুমা ২৭ বলে ৪৩, কুইন্টন ডি’কক ১৫ বলে ৩১, ভ্যান ডার দাসেন ২৬ বলে ৩১, ডেভিড মিলার ১৪ বলে ১৬, জেজে স্মুটস ২০ বলে ২০ ও ফেলুকাওয়ো ১৫ বল ১৮ রান করেন৷ ক্রিস জর্ডন ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন৷

ইংল্যান্ডের হয়ে জেসন রয় ৩৮ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন৷ ৩৪ বলে ৫২ রান করেন মর্গ্যান৷ বাটলার ও বেয়ারস্টো যথাক্রমে ১৫ ও ২৩ রানের যোগদান রাখেন৷ বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷ এনগিদি ৩০ রানে ৩টি উইকেট নেন৷ ২টি করে উইকেট নিয়েছেন ফেলুকাওয়ো ও হেনড্রিক্স৷ ম্যাচের সেরা হয়েছেন এনগিদি৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com