রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে ১ সপ্তাহের মধ্যে লাশ হলেন নুরনবী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১২৪ বার

জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে এক সপ্তাহের মধ্যে লাশ হলেন মিরসরাইয়ের মো: নুরনবী (৪০)। ভাগ্যের নির্মম পরিহাস গত ২২ ফেব্রুয়ারি ওমান যান তিনি।

আজ বুধবার (১ মার্চ) সকালে কর্মস্থলে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নুরনবী।

তিনি মিরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম কুরুয়া হাজি মনিরুজ্জামান বাড়ির মরহুম আমির হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে গত ২২ ফেব্রুয়ারি ওমানে পাড়ি জমান নুরনবী। বুধবার তিনি প্রথমদিন কাজে যাওয়ার পথে সড়কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নুরনবীর মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম চলছে।

একই এলাকার বাসিন্দা ওমান প্রবাসী মো: বাবুল জানান, আমরা একই রুমে থাকতাম। বুধবার প্রথম দিন সকালে কাজে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে নুরনবীকে হাসপাতালে নেয়া হয়। এ সময় সেখানে কর্তৃব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ এখনো ওই হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে ফেরত আনা হবে। এতে কয়েকদিন সময় লাগতে পারে।

১৪নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, নুরনবীর মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। পরিবারের ভাগ্য ফেরাতে মাত্র এক সপ্তাহ আগে প্রবাসে পাড়ি জমান নুরনবী। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়লো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com