রংপুরের মিঠাপুকুরে ৫২ দিন বয়সী এক মেয়ে শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। আর এতে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে শিশুটির মাকে।
বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছে মিঠাপুকুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাফর আলী বিশ্বাস।
তিনি বলেন, মিঠাপুকুরের সাল্টিগোপালপুরের গোপীনাথপুর সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
শুক্রবার অভিযোগ পাওয়ার পর ওই মাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
বিশ্বাস বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান।
সেখানে গিয়ে তিনি অভিযোগ পান যে, কলপাড়ে থাকা গোসল করার জন্য রাখা ট্রাম ভর্তি পানিতে ৫২ দিন বয়সী নিজের শিশু কন্যাকে ফেলে দেন ওই মা। পরে শিশুটি মারা যায়।
প্রতিবেশীরা এ ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয়।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, এর আগেও আরো দুটি কন্যা সন্তান রয়েছে ওই নারীর। যাদের এক জনের বয়স ১২ বছর এবং অন্যজনের বয়স ৪ বছর।
সম্প্রতি পুত্র সন্তানের আশায় গর্ভধারণ করলেও শেষমেশ আরো একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি।
“এনিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে মনোমালিন্য ছিল তার,” তিনি বলেন।
এর জের ধরেই এই হত্যার ঘটনা ঘটে বলে জানান তিনি।
গ্রেফতারের পর ওই অভিযুক্ত নারীকে আদালতে পাঠানো হয়েছে।
সূত : বিবিসি