চীনের মূল ভূখন্ডে নতুন করে ২ হাজার ৬০০ জনের বেশি মানুষের মাঝে করোনভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
এদিকে চীনের স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার বলেছেন, নববের্ষের ছুটির শেষে রাজধানী বেইজিংয়ে প্রত্যাবর্তনকারীদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শুক্রবার জানিয়েছে, চীন জুড়ে মোট ২ হাজার ৬৪৮ জনের শনাক্ত হওয়ার পর এখন ৬৬ হাজার ৪৯২ জনে গিয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার। যার নতুন নাম দেয়া হয়েছে কোভিড-১৯।
নতুন করে ১৪৩ জন মারা যাওয়ার পর মৃতের সংখ্যা ১ হাজার ৫২৩ জনে পৌঁছেছে। মারা যাওয়াদের বেশিরভাগই হুবেই প্রদেশের রাজধানী উহানের।
জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা লিয়াং ওয়ানিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, সরকার তিন সপ্তাহ ধরে কার্যত বন্ধ থাকা উহানে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।