সিটবেল্টের লকিং ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার থেকে জনপ্রিয় একাধিক মডেলের পাঁচ লাখ গাড়ি সরিয়ে নেবার ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা।
সরিয়ে নেয়া মডেলগুলোর মধ্যে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত নির্মিত সিআর-ভি, ২০১৮ ও ২০১৯ এর অ্যাকর্ড, ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত নির্মিত অডেসি, ২০১৯ এর ইনসাইট এবং ২০১৯ ও ২০২০ এর আকুরা আরডিএক্স অন্যতম। হোন্ডা প্রতিষ্ঠানের সরবরাহ করা তথ্য অনুযায়ী, এসব গাড়ির সামনের আসনে থাকা সিটবেল্টগুলো তাপমাত্রা কমে গেলে ঠিকমত কাজ করবে না। ফলে কোন দুর্ঘটনায় চালকসহ সামনের আসনে থাকা আরোহীদের ক্ষতির আশংকাও অনেক বেশি থাকবে।
তবে এখন পর্যন্ত কোন দুর্ঘটনায় এমনটা ঘটেনি বলেও জানিয়েছে হোন্ডা। সরিয়ে নেয়া গাড়িগুলোর সিটবেল্ট মেরামতের পর তা আবার ফিরিয়ে দেয়া হবে বলেও জানিয়েছে তারা। এপ্রিলের ১৭ তারিখ থেকে এসব গাড়ির মালিকদের চিঠির মাধ্যমে বিস্তারিত জানানো শুরু করা হবে।